ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ফের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের সময় চাইলো বিএনপি

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২৩ নভেম্বর ২০১৬ , ০৪:০০ পিএম


loading/img

নির্বাচন কমিশন গঠনে বিএনপি চেয়ারপারসনের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ফের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠকের সময় চেয়েছে বিএনপি। জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ইসি পুনর্গঠন ও শক্তিশালীকরণে বেগম খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পেশ করতে সময় চেয়েছিলাম। কিন্তু তার সামরিক সচিব এখনও আমাদের কিছুই জানায়নি। এ অবস্থায় ফের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছে বিএনপি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা আশা করছি দেশের চলমান সঙ্কট নিরসনের জন্য রাষ্ট্রপতি উদ্যোগ গ্রহণ করবেন। নির্বাচন কমিশন পুনর্গঠনে চেয়ারপারসনের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আমাদের সাক্ষাতের সময় দিবেন।

বিএনপির এ নেতা বলেন, বিএনপি সব সময় সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতির ক্ষমতাকে খর্ব করতে কোনো প্রস্তাব দেয়া হয়নি। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন এবং তাদের বিচারিক ক্ষমতা দেয়ার মানে সামরিক আইন নয়। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

এইচটি/ এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |